ভবিষ্যৎ পরিকল্পনাঃ রোহিঙ্গা জনগোষ্ঠিকর্তৃক জ্বালানীর জন্য বনজসম্পদ সংগ্রহের ফলে খালি হয়ে যাওয়া অবশিষ্ট বনভূমি দ্রুত বনায়ন করা। তারা বনভূমি ছেড়ে মায়ানমার ফিরে গেলে উক্ত এলাকায় বনায়নসহ প্রতিবেশ ও পরিবেশ পুনরুদ্ধারের জন্য ব্যবস্থা গ্রহণ; জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ উন্নয়নে সংরক্ষিত বনাঞ্চল সংরক্ষণ; অবক্ষয়িত ও জবরদখলীয় বন ভূমিসহ সড়ক, মহাসড়ক, বাঁধ, রেলেরধার ও পতিত ভূমিতে অংশীদারীত্বমূলক সামাজিক বনায়নের মাধ্যমে বনজ সম্পদ বৃদ্ধি করা; রক্ষিত এলাকাসমূহে সহ-ব্যবস্থাপনা কাজ বাস্তবায়ন ও টেকসই করা; জলবায়ু পরিবর্তনের প্রতিঘাত মোকাবেলায় কক্সবাজার জেলার উপকূলীয় বনাঞ্চলে আরো বন বাগান সৃজন; রক্ষিত এলাকাসমূহে পর্যটন সুবিধাদির উন্নয়ন করা এবং সর্বোপরি এডিজিএস এরলক্ষ্য পূরণ করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস